প্রতিষ্ঠান পরিচিতি :
ফেনী টেকনিক্যাল স্কুল ও কলেজ ফেনীর মধ্যে সবচেয়ে সনামধন্য প্রতিষ্ঠান। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় ফেনী জেলার একমাত্র সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ‘ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট’ যা সরকারি সিদ্ধান্ত মোতাবেক গত ০১ জানুয়ারী ২০০৪ তারিখ হতে নাম পরিবর্তন করে ‘টেকনিক্যাল স্কুল ও কলেজ” করা হয়।
এক নজরে ফেনী টেকনিক্যাল স্কুল ও কলেজ :
প্রতিষ্ঠানের অবস্থান : সালাউদ্দিন মোড়, শিবপুর, ফেনী সদর, ফেনী। স্থাপিত : ১৯৮৪ খ্রিষ্টাব্দ, জমির পরিমান : এক একর, প্রতিষ্ঠান কোড : ৬৯০১৪, ইআইআইএন : ১৩৩১১৭, বিভাগ/ট্রেড : ৪টি (ইলেকট্রিক্যাল, কম্পিউটার, এপার্যাল মেনুফেকচারিং , আর/এসি,) , শিক্ষক : ৩৫ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS